মিছে ক্ষমতা

   মিছে ক্ষমতা 
🧾 লেখকঃ আকতারুল ইসলাম©️

আজকে যারে অবজ্ঞার ছলে করছ হেয়প্রতিপন্ন
সময় একদিন আসবেই তার, তুমি হবে বিপন্ন।
অর্থ- বিত্ত, বৈভবের মালিক তুমি,অঢেল ক্ষমতা
যাকে তাকে খাটো করে দেখো, করো অহেতুক অপমান
ভাবটা তোমার বড্ড বেশি, যেন বাদশাহী খানদান।

ছিলে একটা আদার বেপারী, নিতে জাহাজের খবর
দু দিনের ক্ষমতা পেয়ে অন্ধ তুমি, নিচ্ছ শুধু ফাঁপর।
খোদা পাক ক্ষমতা দিয়ে নেন মানুষের পরীক্ষা
প্রজ্ঞাবিহীন মানুষ তুমি, মিছে তোমার অহংকার
পথে বসিয়ে প্রভু তোমাকে দিবেন যে ধিক্কার।

ইতিহাসের শিক্ষা সদাই বড়ই যে নির্মম,
রাজা- মহা রাজাকে ফকির করে, সাজা দেয় চরম।
তবুও যদি শিখতে কিছু, হতে সর্বদাই নত
অজ্ঞতা তোমার ভীষণ প্রিয়, ক্ষমতার পেয়েছো স্বাদ
দম্ভ তোমার হারিয়ে যাবে একদিন , হয়ে যাবে কুপোকাত।

ক্ষমতা যার চিরস্থায়ী, অহংকার তারই শুধু সাজে
অল্প দিনের দম্ভযত খালি কলস হয়ে বাজে।
সময় থাকতে বিনয়ী হও, শির কর অবনত
স্মরণীয় হয়ে থাকবে তুমি , হবে সদা পূজনীয়
শ্রদ্ধার আসন পাবে সবখানেতে, হবে সদা মাননীয়।


Post a Comment

0 Comments